তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে নূর অটিজম স্কুল (প্রতিবন্ধী স্কুল) এ চাঁদা চাওয়ার প্রতিবাদে মানববন্ধন এর আয়োজন করা হয়। এই সময় বক্তারা বলেন যে, চাঁদাবাজ দেলোয়ার এর বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা এফ আই আর করা হয়েছে। অচিরেই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানাই।
এজাহার সূত্রে জানা যায় যে, বিগত ০৪/০৩/২১ ইং তারিখে দেলোয়ার হোসেন খান নূর অটিজম স্কুল এর সভাপতির নিকট স্কুলের তহবিল হতে বিশ হাজার টাকা দাবী করে। নূর অটিজম স্কুল এর সভাপতি নূর মোহাম্মদ ভূইয়ার নেতৃত্বে অত্র মানববন্ধনে উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম মেম্বার, তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট দাস, সাংবাদিক আমিনুল ইসলাম বাবুল প্রমূখ।