মো: জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: সড়কে যানজট কমিয়ে আনতে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার( ভূমি) সাঈদা পারভীন। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ মো: আব্দুল কাদের মিয়া।
গতকাল আইন শৃংখলার মাসিক সভায় সড়কের আশেপাশের অবৈধ দোকান উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরিপ্রেক্ষিতে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। রাস্তার পাশের অবৈধ কাঁচাবাজার এবং রাস্তায় অবৈধ গাড়ি পার্কিং ও রাস্তার জায়গা অবৈধভাবে ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য জরিমানা করা হয়।