ময়মনসিংহ প্রতিনিধি: ইসলামিক বক্তা ড. মুজাফফর বিন মুহসিনকে বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলামের নবনিযুক্ত আমীর দাবি করে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে। বুধবার দুপুরে ফুলবাড়ীয়ার আন্ধারিয়া পাড়াস্থ বাজার মারকাজ জামে মসজিদ প্রাঙ্গনে বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম এর কেন্দ্রীয় কমিটির ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলামের আমীর মুফতি মুনীর উদ্দীন।
তিনি বলেন, ১৯৯৪ সাল থেকে বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলামের সাথে সাংগঠনিকভাবে জড়িত রয়েছেন। ২০০০ সালে সংগঠনের প্রতিষ্ঠাতা আমীর মুফতি আব্দুর রউফ (রহ:) এর অসুস্থতায় সারাদেশর মারকাজ আমীরদের ঐক্যমতের ভিত্তিতে তার উপরে সংগঠনের ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব অর্পিত হয়। পরে ২০১৬ সাল থেকে তিনি আমিরের দায়িত্বে রয়েছেন। সম্প্রতি বিতর্কিত ইসলামিক বক্তা ড. মুজাফফর বিন মুহসিনের অনুসারীরা তাকে আমির উপাধী দিয়ে সংবাদ ও সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। যা প্রকৃত সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। বিষয়টি সুরাহার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,সেক্রেটারী জেনারেল ক্বারী আঃ মজিদ খাঁন,কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাও: আল আমিন,সিলেট বিভাগীয় আমীর আব্দুল্লাহ রায়হান,মাসুদুর রহমান, ময়মনসিংহ
যুবতাবলীগের সভাপতি খায়রুল বাশার আব্দুল্লাহ, ইসহাক আলী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, গিয়াস উদ্দিন, মহসিন প্রমূখ।