এনামুল হক,পিরোজপুর প্রতিনিধি : মুক্তিযুদ্ধের চেতনায় জেগে ওঠো বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুরে ২৩ তম বঙ্গবন্ধু কবিতা উৎসব উদযাপন করেছে কবি সংসদ বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখা। পিরোজপুর শহরের ফেন্ডস কিন্ডারগার্টেন মিলনায়তনে শুক্রবার দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।
কবি সংসদ জেলা শাখার সভাপতি ডাঃ এস দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলোক মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কবি সংসদ বাংলদেশ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ইউসুফ রেজা এবং প্রধান আলোচক হিসেবে কবি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনক উপস্থিত ছিলেন। কবিতা উৎসবে বিশেষ অতিথি হিসেবে কবি সংসদ খুলনা শাখার সহ-সভাপতি সাঈদ ফারসী এবং আমাদের লেখালেখির ঝালকাঠির প্রতিনিধি মাহমুদা খানম উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কবি সংসদ জেলা শাখার সহ-সভাপতি কবি মোঃ দেলোয়ার হোসেন আলম, সৈয়দ মুহাম্মদ আলী, আবুল কালাম আজাদ, সুবোধ চন্দ্র হালদার, সঞ্জিব কুমার রায়, এ কে এম মোস্তফা, সনজয় কুমার রায়, সুবোধ কুমার মজুমদার প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হাত থেকে ২৩ জন কাবিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।