নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বদর খন্দকার হত্যার এক বছর পূর্তি উপলক্ষে তার হত্যার বিচারের দাবীতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, লোহাগড়া ইউনিয়নবাসীর উদ্যোগে বুধবার সন্ধ্যায় চরবগজুড়ী গ্রামে
প্রয়াত চেয়ারম্যানের নিজ বাসভবন চত্বরে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দীন খান নিলু ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জজ কোটের পিপি এ্যাডঃ এমদাদুল ইসলাম, সিনিয়র আইনজীবী উত্তোম কুমার ঘোষ, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুন্সি আলাউদ্দীন, সাধারন সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, জেলা পরিষদের সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, লেঃ কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ১নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদ সৈয়দ নূর আলী, প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী নাজমীন খন্দকার, ছেলে আবু সাইদ খন্দকার প্রমুখ ।
বক্তারা বদর খন্দকার হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবী জানান।