মোঃ সিরাজুল ইসলাম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় প্রহমান পদ্মা নদী থেকে আবারো ধরা পড়েছে ১৪ কেজির একটি বড় আকৃতির রুই মাছ ও ১০ কেজি ওজনের একটি আইড় মাছ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দৌলতদিয়া ও আরিচার মাঝ নদী থেকে স্থানীয় জেলে কালিদাস হালদারের জালে ওই মাছদুটি ধরা পড়ে। এর আগেও তার জালে বড় বড় মাছ ধরা পড়েছে মাছ দুটি বিক্রি জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে আসলে এ সময় স্থানীয় মৎস্য ব্যাবসায়ী চাঁদনী আরিফা মৎস্য আড়ৎ এর মালিক চান্দু মোল্লা ১৪ কেজির রুই মাছটি ২৫শ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার টাকায় ও ১০ কেজির আইড় মাছটি ১৬শ কেজি দরে মোট ১৬ হাজার টাকায় ক্রয় করেন। এসময় বিশাল আকারের মাছদুটি একনজর দেখতে স্থানীয় উৎসুক জনতা ভীড় করে।
মৎস্য ব্যাবসায়ী চান্দু মিয়া বলেন, ‘পদ্মা নদীতে এখন মাঝে মাঝেই বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে। আমি জেলে কালিদাস হালদার কাছ থেকে মাছ দুটি মোট ৫১ হাজার টাকায় ক্রয় করি। পরে ওই মাছদুটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫৩হাজার ৪’শ টাকায় বিক্রি করেছি।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, “এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাইড়, বোয়াল, কাতল,রুই সহ নানান প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে”।মোঃ সিরাজুল ইসলাম।