নারায়ণগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ের বসুন্ধরা পেপার মিলস মেশিনের বেল্টে পরে টিপু সুলতান (২১) নামের এক যুবক নিহত হয়েছে।
সোনারগাঁও উপজেলার মেঘনা ঘাট সংলগ্ন বসুন্ধরা পেপার মিলসে কাজ করার সময় আনুমানিক রাত ১টায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত টিপু সুলতান পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের আনোয়ার আলী (আনু)’র সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল বিকেলে নাইট ডিউটির উদ্দেশ্যে বসুন্ধরা পেপার মিলসে কাজে যায়। পরে রাত ১২ টায় কোম্পানির কর্মকর্তা ফোন করে জানায় টিপু কর্মস্থলের মেশিনের বেল্টে পরে মারা গেছে। এ খবর শুনেই সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌছাই।
এলাকাবাসী বলেন, টিপু সুলতান বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ছিলো। সে এলাকার স্বেচ্ছাসেবক কাজে নিয়োজিত থাকতো। তার বয়স ২১ বছর হবে। আনুমানিক ২০ দিন হয় সে বিবাহ করেছে। তার বাবা বিবাহ উপলক্ষে নতুন ঘর তৈরী করেছে। টিপু সুলতান কে যেন আল্লাহ তালা জান্নাতুল ফেরদৌস দান করেন।
সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে আমাদের কর্তৃপক্ষ কিছু জানায় নি এবং অবগত নই। অভিযোগ পেলেই আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবো।