মৃণাল চৌধুরী সৈকত,সিনিয়র রিপোর্টারঃ টঙ্গী পশ্চিম থানার মোক্তারবাড়ি রোড এলাকার জনৈক আলীহোসেনের বাড়িতে সোমবার রাতে অভিযান চালিয়ে ২৫ কেজি
গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন-ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার বেকার কান্দা
গ্রামের জসিম উদ্দিন মোস্তফার ছেলে শরিফুল ইসলাম (২২) ও একই
এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ রানা (২১) এবং শেরপুর জেলার
শ্রীবরদী থানার নগরপাড়া গ্রামের আনছার আলীর ছেলে শামীম মিয়া
(২০), চাঁদপুর জেলার হাইমচর থানার গন্ডামারা গ্রামের নুরু মিয়ার
ছেলে জাবের মিয়া (২৫)।
পুলিশ জানায়, মোক্তারবাড়ি রোড এলাকায় মাদকের একটি বড় চালান ক্রয়-বিক্রয় হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার অফিসার
ইনচার্জ শাহ আলমের নেতৃত্বে এস আই ইয়াসিন আরাফাত ও একদল
পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আলী হোসেনের বাড়িতে
অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ওই মাদক
ব্যবসায়ীদের আটক করা হয়।
পুলিশ আরো জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে আলমগীর হোসেন
নামে অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। আটককৃতরা
দীর্ঘদিন যাবৎ ওই ভাড়া বাসায় বসবাস করার সুবাধে মাদক ব্যবসা
চালিয়ে আসছিল।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ
আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতদের
মঙ্গলবার গাজীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।