মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৮নং আমড়াগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড কালিকাবড়ি গ্রামের রুহুল আমীন মাস্টারের বাড়ি হইতে নুর মোহাম্মদ হাওলাদার বাড়ি পর্যন্ত রাস্তা ইট সলিং করণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকালে শতাধিক নারী-পুরুষ ঘন্টাব্যাপী এ মানববন্ধনে নেন। এসময় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান মিয়া, স্থানীয় সমাজ সেবক শাহীন আকন, কালাম তালুকদার, শহিদুল ইসলাম, আঃ রব তালুকদার, রুহুল আমিন মাওলানা ও আঃ সালাম হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ শত শত মানুষ চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে রাস্তাটি পানিতে তলিয়ে যায়। বক্তারা দ্রুত রাস্তাটি মাটি দিয়ে ভরাট এবং ইট সলিং করার দাবী জানিয়েছেন।