মৃণাল চৌধুরী সৈকত, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত টিআর প্রকল্পের আওতায় গ্রামীণ অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন, মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ, উপসনালয়ে কাজের উৎসাহ ও মেরামতের ব্যয় হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি রোববার দুপুরে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মোট ১ কোটি ৫ লক্ষ টাকার চেক বিতরণ করেছেন। ২০৪ টি জনকল্যাণ মূলক প্রতিষ্ঠানের স্ব-স্ব ক্ষেত্রে সভাপতি বরাবর এই চেক প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি।
এছাড়াও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়মীলীগের সহ-সভাপতি এড.ওয়াজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি, কাজী ইলিয়াস হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শহিদুল্লা, সদস্য আকরাম হোসেন সরকার, মহানগর কৃষকলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফজলুল হক, মহানগর স্বেচ্ছা সেবকলীগ সভাপতি সঞ্জিত কুমার মল্লিক, স্থানীয় কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, টংগী থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান সরকার বাবু ,২৯ নং ওয়ার্ডে কাউন্সিলর শাহাজান সাজু প্রমূখ।
অপরদিকে বাংলাদেশ সরকারের বরাদ্দকৃত টিআর প্রকল্পের বরাদ্ধকৃত টাকার চেক প্রদান করেছেন গাজীপুর ১৩ এর সংরক্ষিত মহিলা আসনের এমপি-সামছুনাহার ভূইয়া। টিআর প্রকল্পের বরাদ্ধকৃত দ্বিতীয় দফায় মোট ১৬ লক্ষ ৬৮ হাজার টাকার চেক বিভিন্ন কেটাগরিতে ৩৫টি সংগঠন ও প্রতিষ্ঠানের স্ব-স্ব ক্ষেত্রে স্থানীয় টঙ্গীর রেলওয়ে শিশু নিকেতন স্কুল কেন্দ্রে সভাপতি বরাবর প্রদান করেন তিনি। উন্নয়নে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন, মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ, উপসনালয়ে ক্ষুদ্র বরাদ্দের মাধ্যমে কাজের উৎসাহ ও মেরামতের ব্যয় হিসেবে জনকল্যাণ মূলক বিভিন্ন প্রতিষ্ঠানের স্ব-স্ব ক্ষেত্রে সভাপতি বরাবর এই চেক প্রদান করেন তিনি।