নড়াইল প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়ার লাহুড়িয়ায় পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে পরিবোরের সদস্যরা।
ওই এলাকার সবুজ জানান, লাহুড়িয়া গ্রামের তারিক মোল্যার স্ত্রী মুন্নী বেগম শনিবার সন্ধ্যায় হাঁস ঘরে না আসায় প্রতিবেশির বাড়িতে খুঁজতে যান। বাড়িতে ফিরে ছেলে তানজিল(৪) ও মেয়ে তাসনিম(৩)কে না পেয়ে মনে করেন তারা দাদির সাথে কোথাও বেড়াতে গেছে। রাত সাড়ে ৭টার দিকে শিশু দুটির দাদি একা বাড়িতে ফেরায় তারা শিশুদের খুঁজতে বের হন। এক পর্যায়ে পরিবারের লোকজন বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে ।
লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই আব্দুল জলিল বলেন, শিশু দুটির পিতা লাহুড়িয়া বাজারে দর্জির কাজ করেন। এঘটনা অত্যন্ত দুঃখজনক।