নড়াইল প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়ায় সুষ্ঠু পরিবেশে চলছে করোনার (কোভিড-১৯ ) টিকাদান কার্যক্রম। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সরকারি হাসপাতালে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে অক্সফোর্ড এর কোভিশিল্ড করোনা টিকা নিচ্ছেন।
রবিবার সকালে ২০ দলীয় জোটের নেতা ও বিগত সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী এন,পি,পি চেয়ারম্যান এ্যাডঃ ফরিদুজ্জামান ফরহাদ লোহাগড়া হাসপাতাল থেকে করোনার টিকা নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান নিজেই তাকে টিকা প্রয়োগ করেন।
এসময় জেলা বিএনপির সহসভাপতি আকরামুজ্জামান মিলু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ মুসা মোল্যা, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক কাজী শওকত হোসেন, ছাত্রদল নেতা মোঃ তাইবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান জানান, লোহাগড়াতে প্রথম পর্যায়ে ৩ হাজার ব্যাক্তিকে করোনার টিকা দেয়া হবে।