মণিরামপুরের নবাগত ইউএনও এর সাথে নেহালপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
সর্বশেষ পরিমার্জন:
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
৬
বার পঠিত
»»»»» জেমস আব্দুর রহিম রানা »»»»»
যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নিজ কার্যালয়ে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নেহালপুর প্রেসক্লাবের সভাপতি জি এম টিপু সুলতান, সিনিয়র সহ সভাপতি শফিকুল আলম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি এম এস এফ) এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য, দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জেমস আব্দুর রহিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আঃ কুদ্দস সাগর, সাংগঠনিক সম্পাদক মাছুদ রায়হান, নির্বাহী সদস্য মাসুম বিল্লাল সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দের সাথে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নেহালপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নাকে সম্প্রতি অতিবৃষ্টিতে ভেসে যাওয়া ভবদহ অঞ্চলের ক্ষতিগ্রস্থ মানুষের বাড়িঘর, মৎস্য ঘের, সবজি ক্ষেত, নদীর শেওলা নেট-পাটা অপসারন করে নদী ও অবমুক্তকরণসহ ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা প্রদানের পাশাপাশি ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়। এ ছাড়াও চিনাটোলা সংলগ্ন হরিহরনদ ও ভবদহ এলাকার ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিত করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না প্রেসক্লাবের সকলের কথা শুনে সকল বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
এছাড়া তিনি বন্যা দুর্গত মনিরামপুরের বিভিন্ন অঞ্চলে ভাসমান টয়লেটের ব্যবস্থা করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না সাংবাদিকদের বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। মণিরামপুর উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি বলেন, ‘গণমাধ্যম হলো রাষ্ট্রের দর্পণ। দর্পণের সামনে আমি যেভাবে দাঁড়াব, সেভাবেই আমাকে দেখা যাবে। সুতরাং যে যেরকম, সংবাদপত্রে তাকে যেন সেরকমভাবেই প্রকাশ করা হয়। আমি নিজেও যদি কোনো অন্যায় করি তাহলেও আপনারা নির্ভয়ে সেটা লেখবেন।’
তিনি আরো বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে। এরা রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সংস্কার করছেন। আপনারাও আপনাদের লেখনির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করবেন। আপনারা যেকোনো সময় যেকোনো বিষয়ে আমার কাছে বলবেন। আমি অবশ্যই আপনাদেরকে সহযোগীতা করবো।
তিনি বলেন, ‘ ভুল সংবাদ লেখা সম্পর্কে সব সময় সচেতন থাকতে হবে।’
ইউএনও বলেন, ‘ মণিরামপুর উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ চাই। আমারও ভুল হতে পারে। সেটা আমাকে ধরিয়ে দিলে সংশোধন করতে পারব। আমার উপজেলা পরিষদের কেউ অন্যায় করলে আমাকে জানাবেন। আমি সমাধান করে দিব। কোনো কোনো ঘটনা না লিখেও সমাধান করা যায়। যদি সমাধান না হয়, তখন অবশ্যই লিখবেন।
আর কোনোক্রমেই যেন কারো বিরুদ্ধে ভুল কিছু লেখা না হয়। কোনো অনিয়মের খবর পেলে তা ভালো করে যাচাই করে লিখবেন। আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার পক্ষ থেকে কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না। যেখানে যা কিছু ঘটছে, আপনারা আমাকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সহযোগীতা করবেন। আমি সবার সহযোগীতা কামনা করছি। এখানকার পরিবেশ যেন ভালো থাকে, আইনশৃঙ্খলা যাতে ভালো থাকে, এ ব্যাপারে আমাকে সহযোগীতা করবেন।
তিনি আরও বলেন, উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি মণিরামপুর উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা আমার প্রয়োজন।
এ সময় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না সাংবাদিকদের বস্তু নিষ্ঠ ও তথ্যভিত্তিক সত্য সংবাদ প্রকাশসহ এলাকার সার্বিক উন্নয়নে প্রশাসনের পাশে থেকে কাজ করার আহবান জানান। এছাড়াও ভবিষ্যতে তিনি সাধারণ মানুষের কল্যানার্থে কাজ করে যাবেন বলেও জানান।
নিশাত তামান্না গত ১৫ সেপ্টেম্বর রোববার মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন।এর আগে তিনি বাগেরহাট জেলার মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস প্রশাসন ৩৫ তম ব্যাচের সদস্য ।