নুর মোহাম্মদ রোকন, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৭নং ধরণীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক ও সচিব মোঃ মোস্তফা মিয়ার বিরুদ্ধে কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গবার দুপুর ৩.৩০ ঘটিকায় ধরণীবাড়ি ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিকেরা থানায় সাধারণ ডায়েরী করেছেন।স্থানীয় লোকজন ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ধরণীবাড়ি ইউনিয়নে সচিব, মেম্বারদের কোন ধরনের নোটিশ না দিয়ে চেয়ারম্যানের যোগসাজশগে ভিজিডি চাল বিতরণ শুরু করে। এতে করে ইউনিয়ন পরিষদে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সত্যতা যাচাই এর জন্য ফারুক মিয়া,শাহিনুল ইসলাম লিটন, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার উলিপুর প্রতিনিধি আতিকুর রহমান,দৈনিক নাগরিকভাবনা পত্রিকার উলিপুর প্রতিনিধি শাহাজান খন্দকার, দৈনিক যায়যায়কাল পত্রিকার উলিপুর প্রতিনিধি মোহাইমিনুল ইসলাম সহ বেশ কয়েকজন সাংবাদিক ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানকে সবার পরিচয় নিশ্চিত করেন ,তারপর সচিবের রুমে গিয়ে দেখেন সচিব সেসময় সবে মাত্র, চাল বিতরণের নোটিশ লিখতেছেন , এক সাংবাদিক তার ভিডিও ধারণ করলে চেয়ারম্যান ও সচিব সাংবাদিকদের উক্ত ইউনিয়ন পরিষদে আটক করে রাখার ভয়ভীতি হুমকি প্রদান সহ নানা ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে। সাংবাদিকরা উপরোক্ত গালিগালাজ করিতে বাধা প্রদান করিলে চেয়ারম্যান ও সচিব বলেন, তোমরা কিভাবে সাংবাদিকতা কর দেখ নিব মর্মে হুমকি প্রদান করেন।এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান এরশাদুল হক জানান, ওনারা এসে গণমাধ্যমকর্মী হিসবে পরিচয় দেন এবং আমি মিটিংএ থাকায় পরে কথা বলতে চেয়েছে। পরে আমার রুম থেকে বের হয়ে সচিবের রুমে গিয়ে আমার অনুমতি ছাড়ায় ভিডিও করেন। তাছাড়া অন্যকোন ঘটনা ঘটেনি। এগুলো সব মিথ্যা।ইউপি সচিবের অফিস নাম্বার বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায় নাই।উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।