সিরাজুল মোস্তাকিম, চকরিয়া (কক্সবাজার): কক্সবাজারের চকরিয়ায় ডাম্পার ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।গত ২২শে সেপ্টেম্বর রবিবার সকাল ৯ টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠের সামনে ইটভর্তি ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
যুবকের নাম মো. জুয়েল (২২)। তিনি চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের ফুলতলার বাসিন্দা মরহুম শামসুদ্দীন পেশকারের ছেলে। নিহত জুয়েল আবুল খাইর কোম্পানির এসআর হিসেবে কর্মরত ছিলেন। শামসুদ্দীন পেশকারের মৃত্যুর পর পরিবারের হাল ধরতে লেখাপড়া ছেড়ে সিগারেট কোম্পানী আবুল খাইরে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকুরী নেন জুয়েল। অন্যান্য দিনের মতো জুয়েল তার সিগারেট বিক্রি করার জন্য কোরক বিদ্যাপীঠ সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় স্কুলের সামনে দিয়ে আসা ডাম্পার ও নিহতের মোটর সাইকেল পাশাপাশি ধাক্কা লাগে। ডাম্পারটি বামে মোড় নিতেই মোটর সাইকেল আরোহী ডাম্পারের নিচে চাপা পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।চকরিয়া থানা পুলিশ গাড়ি ২’টি জব্ধ করেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। এ নিয়ে আইনি ব্যাবস্থা নেয়া হচ্ছে বলে সূত্র জানায়।