মোহাইমিনুল ইসলামঃ “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উদযাপন হয়েছে।
শনিবার (০৮ জুন) দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজলো হলরুমে গিয়ে শেষ হয়।
এরপর সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার লুৎফর রহমান, উপজেলা ভূমি অফিস প্রধান সহকারী ইলিয়াস আহমেদ মন্ডল, ধরণীবাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাসুদ রানা সরকার প্রমুখ।
এছাড়াও সকল ভূমি সহকারী কর্মকর্তারা সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।