মোঃ আতিকুর রহমান রোজেন ফেনী জেলা প্রতিনিধি: হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের উদ্যোগে গত ২৭/০৩/২০২৪ ইং বুধবার পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৪ ইং উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঘরমুখী মানুষের যাতায়াত নিবিঘ্ন, নিরাপদ ও যানজট মুক্ত রাখার লক্ষে ২২টি হাইওয়ে থানার অফিসার ইনচার্জদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা রিজিয়ন হাইওয়ে কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও দেশের বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ষ্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব জাফর উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন- হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ খাইরুল আলম।
উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শামসুল হক সরকার, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম জনাব শাহাদাত হোসেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার জনাব নজরুল ইসলাম, কুমিল্লা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাসুম সদ্দার, কুমিল্লা রিজিয়ন হাইওয়ে কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জনাব কাজী শারমিন আওয়াল বাপ্পি, সহ-সাধারণ সম্পাদক জনাব আবু মুসা, সদস্য জনাব ইয়াসির আরাফাত দিলু, মহিপাল হাইওয়ে থানার সভাপতি ও ট্রাক কার্ভাড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, ফেনী খাগড়াছড়ি বাস মালিক সমিতির সভাপতি জনাব মামুন চৌধুরী সহ কুমিল্লা রিজিয়নের পরিবহন নেতৃবৃন্দ ও ২২টি হাইওয়ে থানার অফিসার ইনচার্জবৃন্দ।
সভায় পবিত্র মাহে রমজানকে উপলক্ষ করে ঈদে ঘরমুখো মানুষের সড়কপথে নিরাপদ ভ্রমন সহ আইনশৃঙ্খলার কঠোর নজরদারী সহ ও সড়ক সার্বক্ষনিক যানযট মুখ রাখতে সর্বাত্বক প্রচেষ্টা চলমান রাখার প্রত্যয় ব্যাক্ত সহ কমিনিউটি পুলিশিং য়ের কুমিল্লা রিজিয়ন সর্বচ্চো সেবা প্রদানে প্রস্তত বলে বক্তব্য প্রদানের মাধ্যমে প্রত্যয় ব্যক্ত করা হয় ।