আবু রায়হান, মাদারগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, মডেল থানার ওসি মাহমুদুল হাসান,বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার ও মোস্তাফিজুর রহমান, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পূর্বের তুলনায় মাদারগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং ঈদ কে সামনে রেখে সকলকে সচেতন থাকতে হবে। বালিজুড়ী বাজারে যানজট নিয়ন্ত্রণ করার জন্য অটোচালক ও মাহিন্দ্রা চালকদেরসহ যানবাহন চালকদের যত্রতত্র গাড়ী থামানো যাবে না, মডেল থানা পুলিশের নিয়মিত টহল জোরদার আছে প্রয়োজনে আর বাড়ানো হবে বলে জানান বক্তারা।