অমিত বণিক
শীতের সকাল, বৃষ্টির মতো ঝরে শিশির,
হাত-পা ঠান্ডা, এ কেমন স্বভাব প্রকৃতির?
শীতের বিকেল, রোদ ঝলমল করে ফোটে,
হাসিমুখে শিশুরা যে আনন্দে মেতে ওঠে।
শীতের রাত, জ্যোৎস্নার অপরূপ আলো,
মনটা জুড়িয়ে যায়, ভাবতে লাগে ভালো।
শীতের সময়, প্রকৃতিটা যেনবা অন্যরকম,
শান্ত-শিষ্ট সব, একেবারে মনে হয় ব্যতিক্রম।
শীতের দিনে, পাখিরা বাসায় থাকে নিশ্চুপ
প্রচণ্ড ঠান্ডায় প্রভাব ফেলতে থাকে বিরূপ।
আবালবৃদ্ধ সবাই শীতে কাঁপে ঠকঠক করে,
শীতের আমেজটা উপভোগ করে তারপরে।
শীতকালে সকলে, গরম কাপড়-চোপড় পরে,
শীতের সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করে।