শাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক টানা ৪র্থবারের মতো নৌকা প্রতীক পাওয়ায় উপজেলা জুড়ে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে সদর ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার পূর্বাচল শেখ হাসিনা সরণি গাজী মার্কেট এলাকা থেকে শুরু হওয়া এ আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।আনন্দ মিছিলের নেতৃত্বে দেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য মোহাম্মদ আনছর আলী।আনন্দ মিছিলে নেতাকর্মীরা নৌকা প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন স্লোগানে রাজপথ মাতিয়ে রাখেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নিলা,উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আরাফত আলী,সদর ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি ফারুক মিয়া,সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া,সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহা মোহাম্মদ জিলানী ভান্ডারী,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার,২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন,নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান বাদশা, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আব্দুল সালাম,১ন ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।