সাজার ভয়ে ৮ বছর ভিক্ষুক সেজে পলাতক অবশেষে পুলিশের হাতে গ্রেফতার
সর্বশেষ পরিমার্জন:
সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
৫২
বার পঠিত
মোঃ রোকন মিয়া কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির ঘটনা ২০০৮ সালে মামলা রুজু হয়। মামলা রুজুর পর থেকে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর গত ২০১৫ সালে মহামান্য আদালত উক্ত মামলায় অভিযুক্ত উলিপুর হায়াৎখা এলাকার মোঃ চাঁন মিয়া কে ৩ বছরের সাজা প্রদান করেন। সাজার ভয়ে উক্ত আসামী বিভিন্ন জেলায় বিভিন্নভাবে ছদ্মবেশে দীর্ঘ ৮ বছর পলাতক ছিলো।
পরবর্তীকালে দীর্ঘদিন ধরে উলিপুর থানা পুলিশের অভিযানে উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্নভাবে চেষ্টা অব্যহত রাখে। উলিপুর থানা পুলিশ উক্ত আসামীর অবস্থান সনাক্ত করে গত ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখ রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষুক সেজে ভিক্ষা করার সময় গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী চাঁন মিয়া ৩ বছরের সাজার ভয়ে গত ৮ বছর ধরে ভিক্ষুক সেজে পলাতক ছিলো। উলিপুর থানা পুলিশের চৌকস তদন্তে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুড়িগ্রাম জেলা পুলিশ। অপরাধী যতই চতুরতা অবলম্বন করুক না কেন তাদের আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।