হুমায়রা রহমান সেতু, গবি প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে পথচারী ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় করেছে চিকিৎসা ফাউন্ডেশন। শনিবার (১৬ই ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধের ১ম গেটে সকাল থেকে এ মেডিকেল ক্যাম্প স্থাপন করে সংগঠনটির সদস্যরা। এসময় অসহায়দের জন্য বিনামূল্যে ঔষধ, স্বাস্থ্য পরীক্ষা, দুপুরের খাবার, ফিজিওথেরাপি চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান সজল সিংহ বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে ভোর থেকে শুরু হয়েছে এ আয়োজন। চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ তার শুরু থেকেই মানুষ ও মানবতার জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আমাদের এই সেবা আরও বৃদ্ধি পাবে। সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা আর উন্নত ফাস্ট এইড প্রশিক্ষণ ছড়িয়ে দিতে আমরা অঙ্গীকার বদ্ধ।’ চিকিৎসা সেবা নিতে আসা সালাউদ্দিন শেখ একজন দিন মজুর বলেন, আমি সকালে না খাইয়া স্মৃতি সৌধে আইছিলাম ফুল দিতে। তয় হটাৎ অসুস্থ হয়ে পড়ি ক্যান জানি, পরে এই ক্যাম্পে আসি। ওনারা আমাকে মেলা গুলো ওষুধ দেন, খাবারও দেন। পরে আমি টাকা দিতে চাইছিলাম, তয় তারা কোন টাকাও ন্যান নাই। আজকে আমি মন থ্যাকাই মেলা খুশি হইছি, দুয়াও করছি তাগো লাইগ্যা।’ স্মৃতিসৌধে ফুল দিতে আসা স্থানীয় নারী নেত্রী রাহেলা খাতুন বলেন, আমি সকালে ভুল করে আমার উচ্চ রক্তচাপের ওষুধ খেয়ে আসি নাই, অনেক ভীর আর অনেক হেঁটে আমার খুব খারপ লাগছিলো, দূর থেকে ফাউন্ডেশনের পোস্টার দেখে একটু কষ্ট হলেও আসি। ওনারা আমার প্রেশার মেপেছেন, পানি দিয়েছেন, ওষুধ দিয়েছেন, তারপর ওনাদের এখানে ৪০ মিনিটের মতো বসে বসে ওনাদের কাজ গুলো দেখছি। আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ।’
সংগঠনটির স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাওন সরকার জয় বলেন,স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার।স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ তাদের জায়গা থেকে যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আজকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে বিনামূল্যে ফ্রী মেডিসিন,ফ্রী হেল্থ চেক আপ,ফ্রী ফিজিওথেরাপি ও ফ্রী পরামর্শ প্রদান এর ব্যবস্থা করা হয়েছে।