আইয়ুব আলী: কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ভোর ৬.৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা শহীদ মিনারে শহীদের ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৮.৩০ মিনিটে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা ও ওসি জয়নাল আবেদীন।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ১২ টার দিকে বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, এসিল্যান্ড ইউসুফ হাসান, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, হুমায়ন খন্দকার ও গোলাম রাব্বানী প্রমুখ।
সন্ধ্যা ৬ টার দিকে হোমনা শিল্পকলা একাডেমি মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।