মোঃ ইবাদৎ হোসেন অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
যশোরের অভয়নগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনের বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহমেদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস আকিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও মো. তৌহিদুজ্জামান, নির্বাচন কর্মকর্তা এসএম হাবিবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা এএফএম অহেদুজ্জামান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহিম, আইসিটি কর্মকর্তা আহসান কবির, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির হোসেন হৃদয় প্রমূখ।এর আগে সকাল ৯টায় রেলওয়ে স্টেশন শহীদ বেদিতে বুদ্ধিজীবীদের স্বরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।