মোহাম্মদ আলী,রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামে ও মোল্লা বাড়ির প্রবাসী মাসুদ আলমের স্ত্রী সালমা আক্তার (২৩) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেেছ থানা পুলিশ। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্যপাড়া গ্রামের মোল্লা বাড়ির বাদশা মিয়ার ছেলে ডুবাই প্রবাসী মাসুদ আলমের সাথে র্পাশ্ববর্তী দরবেশপুর ইউনিয়নের মধ্য দরবেশপুর গ্রামের হামিদ আলী শেখের বাড়ির (হৈদের বাড়ী) বেল্লাল হোসেনের মেয়ে সালমা আক্তার এর সাথে দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু বেশ কয়েকদিন ধরে সালমা ডিপ্রেশনে থাকায় বাবার বাড়ি সহ পরিবারের সকল লোকজনের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি তার মা সালমা আক্তারের সাথে বারবার টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যার্থ হন। এরই ধারাবাহিকতায় ১৪ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সালমা আক্তার স্বামীর বাড়িতে নিজ রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে নিজের ওড়না পেছিয়ে ফাঁস লাগিয়ে আত্বহত্যা করেন।
এ ব্যাপারে সালমার মা জেসমিন বেগম জানান, বেশ কয়েকদিন থেকে সালমার কাছে ফোন দিলে সে ফোন কেটে দিতো। কি কারনে সে আত্বহত্যা করেছে সেটা আমরা জানি না।
সালমার শাশুড়ী আয়েশা বেগম জানান, আত্বহত্যার কিছুক্ষন আগে সালমা পরিবারের সকলের সাথে নাস্তা করেছে। নাস্তা করে সে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আত্বহত্যা করে। পরে একঘন্টা পার হয়ে গেলেও ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে তার ফাঁস লাগানো লাশ দেখতে পেয়েছি।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, সালমা আক্তার নামের এক সন্তানের গৃহবধুর আত্বহত্যার সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।