সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা সুলতানা বুশরাকে বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার ১১ই ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী এর সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান করেণ উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাব, উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা লেডিস ক্লাব, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আশেক মেহেদী, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য সুব্রত কুমার বৈদ্য, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রমূখ।
উল্লেখ্য যে, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা বদলী হয়ে বাগেরহাট জেলার রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে মঙ্গলবার ১২ই ডিসেম্বর যোগদান করবেন। তিনি কালিগঞ্জ উপজেলায় ১ বছর ২ মাস চাকুরী করেন।