মোঃ ইবাদৎ হোসেন অভয়নগর (যশোর)প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১টার সময় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের নিমতলা গ্রামে।
নিহত নিপুন বিশ্বাস (১৩) বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেনীর ছাত্র। সে বাঘুটিয়া গ্রামের কানু বিশ্বাসের ছেলে।
জানা যায় সে তার চাচার বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে তার স্বজনেরা অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আলিমুল রাজিব জানান, এখানে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় সে আর জীবিত নেই।
অভয়নগর থানা সূত্রে জানা যায়, নিপুনের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসলে বিষয়টি আইনগত ব্যবস্থা নেয়া হবে।