আইয়ুব আলী: কুমিল্লার হোমনায় বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তাঁরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন কারী আইরিন আক্তার ডেইজী, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নুর-ই জান্নাত তাবসসুম, সফল জননী রোজী সুলতানা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুনভাবে জীবন গড়া নারী হামিম সিকদার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী শারমীন আক্তার।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে রোকেয়া দিবস পালন উপলক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপ মহিলা বিষয়ক কর্মকর্তা তানজিম পারভীন রুনা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনহোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক প্রমূখ।