মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি: কুমিল্লা তিতাস উপজেলায় ৯ জুয়াড়িসহ একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় সেখানে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়। এবং একই রাতে অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস।
আটককৃত ৯ জুয়াড়ি হলেন- মোঃ আবুল বাশার সরকার(৪০),জাকির হোসেন (৬২), আলাজ সরকার প্রকাশ রিমন সরকার(৩৮), মোঃ বায়েজিদ (২৪), মোঃ আলাউদ্দিন সরকার (২২), পারভেজ মোল্লা(৪২), মোঃ মহসিন সরকার (৫২), পারভেজ আলম প্রকাশ পাভেল(২০) ও আলমগীর হোসেন (৩২)। এবং ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার জরিমানা প্রাপ্ত সিআর সাজাভূক্ত এক আসামী জামান সরকার।
তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে থানার এসআই তানভীর আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯জন জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। এবং একই রাতে পৃথক আরেকটি অভিযানে এসআই মাজহারুল ইসলাম সঙ্গীয় অফিসার-
ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার জরিমানা প্রাপ্ত সিআর সাজাভূক্ত জামান সরকার নামে এক আসামীকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ১০ জন আসামীকে বিধি মোতাবেক শনিবার কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।