সমীর সরকার হালুয়াঘাট প্রতিনিধি: ২৫ ডিসেম্বর খ্রীষ্টধর্মের প্রধান উৎসব কে যথাযথ মর্যাদায় এবং উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালন করা জন্যই প্রাক বড়দিন পালন করে আসছে ।
তারই আলোকে দি জিবিসি খ্রিস্টান হেলথ প্রজেক্টের আয়োজনে ৯ ডিসেম্বর শনিবার সকালে ৯ ঘটিকায় হালুয়াঘাট সিএইচপি জয়রামকুড়া হাসপাতাল পার্কার হাউস চত্বরে বিভিন্ন আনন্দ ঘন পরিবেশে পালন করা হয়।
প্রথমে প্রজেক্টের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা তরুন দারিং এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রেভারেল জন সাগর কর্মকার, তিনি ঈশ্বর যিশু খ্রীষ্টের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য সম্পর্কে তিনটি বিষয়ের উপর আলোচনা করেন এর মধ্যে দলগত সিদ্ধান্ত, পন্ডিতদের সিদ্ধান্ত, রাখালদের সিদ্ধান্ত, সম্পর্কে বিষাদ আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বোড চেয়ারম্যান এড,হিল্লোল রেমা,ডাক্তার লচি দারিং, আওয়ামিলীগ নেতা বজলুর রহমান, বোড সদস্য অভয় চিসিম,বরুন কুমার দারিং, সহ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ডলির সভাপতি নেতৃবৃন্দ,বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা সহ নার্সিং ইনস্টিটিউটের ছাত্র ছাত্রী বৃন্দ।