ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩ ঝিনাইগাতী ও শ্রীবরদী আসনে নির্বাচন উৎসব মুখর পরিবেশে জমে উঠতে শুরু হয়েছে।
শ্রীবরদী উপজেলার মোট ভোটার সংখ্যা দুই লাখ তেত্রিশ হাজার মোট এম পি প্রার্থী ৪জন। এডি এম শহিদুল ইসলাম নৌকা প্রতিকে।প্রকৌশলী মোঃসিরাজুল ইসলাম লাঙ্গল প্রতিকে এবং ইন্জিনিয়ার মোঃ ইকবাল আহসান স্বতন্ত্র ও মিজানুর রহমাম রাজা স্বতন্ত্র ।
অপর দিকে এক লাখ পন্চাশ হাজার ভোট ঝিনাইগাতী উপজেলাতে মোট প্রার্থী সংখ্যা দুই জন একজন ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগ এর বারবার নির্বাচিত সভাপতি ও ঝিনাইগাতী উপজেলার সফল চেয়ারম্যান জনাব আলহাজ্ব এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম এবং গামছা প্রতিকে মোঃ সুন্দর আলী।দুই জন প্রার্থীর নাম থাকলেও মুলত জনপ্রিয় ও জন বান্ধব প্রার্থী একজন এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
গত উপজেলা নির্বাচনে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।তাহার মুল শক্তিই সকল ইউনিয়ন ও সকল ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মী সহ সাধারণত জনগন।এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন মনোনয়ন দাখিল করার পর থেকে সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি সবার মুখে একই আওয়াজ স্বাধীনতার ৫২ বছরে এম পি পাইনি এবার ঝিনাইগাতীর মাটিতে ভোট দিব ঝিনাইগাতীতে এম পি আনব।
তৃর্নমুল এক নেতা বলেন ভোটের সময় হলেই বসন্তের কোকিলের মত উড়ে আসে প্রার্থীরা।গত ১৫বছর ইন্জিনিয়ার চান আওয়ামীলীগের এম পি হওয়ার ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগ কে কোনঠাসা করে রেখেছে।সহযোগী সংগঠন কে প্রধান্য নিয়ে দূর্নীত সহ অর্থ বানিজ্য করেছে। ঝিনাইগাতীর কোন উন্নয়ন করা হয়নি।
অপর দিকে আরেক হেবিয়েট প্রার্থী ইন্জিনিয়ার ইকবাল আহসান গত উপজেলা নির্বাচনে শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে ১২ হাজার ভোট পেয়েছিলেন।এবার শ্রীবরদীতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।তিনি শ্রীবরদীতে ব্যাপক আলোরন সৃষ্টি করেছেন।তিনিও জয়ের আশা ব্যক্ত করেন।
আরেক হেবিয়েট প্রার্থী জাতীয় পার্টি মনোনিত লাঙ্গল প্রতিকে ইন্জিনিয়ার সিরাজুল ইসলাম তিনি মুলত জামালপুর জেলার বক্শীগন্জ উপজেলার পলাশতলা গ্রামের বাসিন্দা। শ্রীবরদী সিংগাবরনা ইউনিয়ন এর মাটি ফাটা গ্রামের জামাই। সেই সুবাদে শুশুর বাড়ীর আবদার ভোটের মাঠে নড়েচরে বসার চেষ্টা করছেন তিনি।
আরেক হেবিয়েট প্রার্থী রানীশিমুল ইউনিয়ন এর মিজানুর রহমান রাজা।তিনি সাবেক ছাত্রলীগের সাবেক ভিপি। তিনি জয়ের জন্য দিব্যি ভোটারদের ধারে ধারে ঘুরে বেরাচ্ছেন। এই নির্বাচনে একক প্রার্থী হিসাবে দলীয় কোন প্রভাব থাকছে না।দলমত নির্বিশেষে খুবই শক্ত অবস্হানে আছেন স্বতন্ত্র প্রার্থী এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।