সাইমন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঠাকুরগাঁওয়ে ব্লুটুথ ডিভাইস ব্যবহারের সময় ৭ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় পরীক্ষা চলাকালে অবৈধ্যভাবে ব্লুটুথ ডিভাইস ব্যবহারের সময় কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তারা তাদের আটক করেন।
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ১ জন, পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজে ১, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১, রোড ডিগ্রী কলেজে ২ ও ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন, ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে ১ জন সহমোট ৭ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, রাণীশংকৈল উপজেলার বাজে বকসা গ্রামের পঞ্চানন চন্দ্রের ছেলে শ্রী টঙ্কুনাথ বর্মন (৩২) একই উপজেলার আলসিয়া গ্রামের হুমায়ূন কবিরের ছেলে মোঃ সোহানুর রহমান (২৮), পীরগঞ্জ উপজেলার পাটুয়াপাড়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে মোঃ উমর ফারুক (২৯), একই উপজেলার নারায়ণপুর গ্রামের সামিরুল ইসলামের স্ত্রী মোছাঃ আর্জিনা খাতুন (৩০) বালিয়াডাঙ্গি উপজেলার আলোক সিপি গ্রামের জামান আলীর ছেলে মোঃ আনোয়ার খালেদ (২৮), একই উপজেলার হরিনমারী গ্রামের আনিসুর রহমানের মেয়ে মোছাঃ হাসনা হেনা (৩০), রুহিয়া থানার মধুপুর গ্রামের আজহারুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন (২৭)।
ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, ঠাকুরগাঁও জেলার ৩৪টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭ জনকে ডিভাইস সহ গ্রেফতার করে কতৃপক্ষ। গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে ঠাকুরগাঁও সদর থানায় মামলা রুজু করা হয়।