মোঃ জাকির হোসেন, মনিরামপুর প্রতিনিধি: মনিরামপুর উপজেলার সাতনল নামক স্থানে থেকে জাহাঙ্গীর আলম নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ।
পরিবার সুত্রে জানাযায়, নিহত জাহাঙ্গীর আলম ঢাকা কলেজে পড়া শুনার পাশাপাশি আরএফএল কোম্পানী তে চাকুরী করতো। জাহাঙ্গীর আলম ঢাকা থেকে মণিরামপুর পাড়িয়ালী নিজ বাড়িতে আসার উদ্দেশ্য লিটন পরিবহনে আজ ভোরে মণিরামপুর আসেন বলে জানাযায়।
এ বিষয়ে মণিরামপুর থানা ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানায়, নিহত জাহাঙ্গীর আলম আজ ভোরে ঢাকা থেকে নিজ গ্রাম পাড়িয়ালী গ্রামে যাচ্ছিলো বলে তার পরিবার সুত্রে জানাযায়। নিহত জাহাঙ্গীর আলম পাড়িয়ালী গ্রামের নুরুল হক দফাদারের ছেলে। কি কারনে তার মৃত্য হয়েছে কিছু ধারনা করা যাচ্ছে না। কারন তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। নিহত জাহাঙ্গীর আলমের মৃতদেহ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে কি ভাবে সে মৃত বরণ করেছে।