বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ -এসএম ফরিদ রানা খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সুরখালী ইউনিয়ন পরিষদ আয়োজিত ৪ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য রমেন্দ্রনাথ রায়।
প্রধান অতিথি ছিলেন সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসকে জাকির হোসেন।
সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান এসএম ফরিদ রানা, ভাইস-চেয়ারম্যান আশীষ কুমার কুন্ডু, পরিচালক তরফদার বাদশা মিয়া।
বক্তব্য রাখেন ইউপি সদস্য যথাক্রমে আবুল কালাম হাওলাদার, জিএম এনামুল হক, প্রসাদ চন্দ্র রায়, রুনা বেগম, রত্না অধিকারী, সাবেক মেম্বর মোক্তার হোসেন গাজী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক গোপাল মন্ডল, আমিন মোল্লা, প্রণব কুমার মিস্ত্রি, আতিয়ার রহমান বিশ্বাস, , নজরুল ইসলাম, ইসমাইল গাজী, আজিত ঘোষ, আহম্মদ আলী গাজী, রেজাউল করিম বিশ্বাস, আসাবুর হালদার, সৌরভ শেখ, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, যুবলীগ নেতা রুবেল গাজী।ফারুক সরদার, রেজাউল ইসলাম, আব্দুল্লাহ আল ফারুক টিটু, ছাত্রলীগ নেতা জহুিরুল ইসলাম,ইকরামুল শেখ।
অনুষ্ঠানে খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও পরিচালককে সুরখালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সুরখালী ইউপি সচিব ধীমান মল্লিক ও হিসাব সহকারী বাপ্পী বসু।
n/v