কুষ্টিয়া প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে ৯ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চারটি আসনে মোট ৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
মনোনয়ন বাতিল হওয়া ১৭ জন হলেন- কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ফিরোজ আল মামুন, ফজলুল হক, ফারুক হোসেন ও নাজমুল হুদা।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে শাহেদুজ্জামান, আনোয়ার হোসেন, শরিফুজ্জামান, ইফতেখার মাহমুদ, আরিফুর রহমান, সৈয়দ কামরুল আরিফিন।
কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনে মেহেদী হাসান রিজভী, রাকিবুজ্জামান, নাফিজ আহমেদ খান, মোস্তফা কামাল।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে খাইরুল ইসলাম, ফারুক হোসেন, আব্দুর রউফের মনোনয়ন বাতিল।
কুষ্টিয়া-১ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ১ শতাংশ সমর্থকের কাগজপত্র ঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আল মামুন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা পটলের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর ঋণখেলাপি থাকায় বাতিল হয়েছে পিপলস পার্টির মোহাম্মদ ফজলুল হক এবং স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেনের মনোনয়নপত্র।
কুষ্টিয়া-২ আসনে ১৩ প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ১ শতাংশ সমর্থকের কাগজপত্র ঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী ডা. ইফতেখার মাহমুদ ও শরিফুজ্জামানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর ঋণখেলাপি থাকায় বাতিল হয়েছে পিপলস পার্টির এজেএম শাহিদুজ্জামান, বিএনএম’র আরিফুর রহমানের মনোনয়নপত্র।
কুষ্টিয়া-৩ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ১ শতাংশ সমর্থকের কাগজপত্র ঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল মারুফ ও রাকিবুজ্জামান সেতুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর ঋণখেলাপি থাকায় বাতিল হয়েছে তরিকত ফেডারেশনের মেহেদী হাসান রিজভী ও জাতীয় পার্টির নাফিজ আহমেদ খান টিটোর মনোনয়নপত্র।
কুষ্টিয়া-৪ আসনে দাখিল করা ১০টি মনোনয়নপত্রের মধ্যে ঋণখেলাপি থাকায় মনোনয়নপত্র বাতিল হয়েছে সাবেক এমপি আব্দুর রউফ ও জাকের পার্টির ফারুক হোসেনের। আর ১ শতাংশ সমর্থকের তথ্য সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী খাইরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক জেলা রিটানিং কর্মকর্তা এহেতেশাম রেজা বলেন, কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে ৪৬ জন প্রার্থীর মধ্যে ১৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ২৯ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী ঋণ খেলাপি, আয়কর রিটার্ন দাখিল, লাভজনক চাকরিসহ বিভিন্ন সমস্যা থাকায় প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। ১ শতাংশ সমর্থকের তথ্য সঠিক না থাকায় কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। প্রাথমিকভাবে বাতিল হওয়া প্রার্থীরা আগামীকাল সকাল থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত কমিশনের কাছে প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। আগামী বছরের ৭ জানুয়ারি ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।