অনলাইন ডেস্ক: দাঁড়িয়ে থাকা সামি-জনি ও রাজকীয় পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (০৩ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে শহরের চকরামপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বাংলানিউজকে জানান, শহরের চকরামপুর ভিআইপি হোটেলের পাশে যাত্রীবাহী বাস দুটি রাখা ছিল। রাত পৌনে ১১টার দিকে ওই বাস দুটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাস দুটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে সড়কের পাশে থাকা বাস দুটিতে আগুন দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
n/v