খুলনা রেলওয়ে স্টেশনে প্রতিটি ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়
সর্বশেষ পরিমার্জন:
রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
৪১
বার পঠিত
খুলনা জেলা প্রতিনিধি: খুলনা থেকে বেনাপোলগামী ট্রেন সকাল ৬:১৫ মিনিটে খুলনা থেকে বেনাপোল এর উদ্দেশ্যে রওনা দেয়। সবসময়ের জন্য উক্ত ট্রেনটিতে থাকে উপচে পড়া ভিড়।নেই কোন প্রকার ট্রেনের সিডিউল বিপর্যয়। প্রতিটি ট্রেন যথাযথ সময়ে ছেড়ে যাচ্ছে তার গন্তব্য স্থানে।
৩ ডিসেম্বর বিরোধী দলের ডাকা ৪৮ ঘন্টা অবরোধ থাকা সত্ত্বেও খুলনার দেখে বোঝাই যায় না আসলে অবরোধ পালনকারী জনগণ আছে কিনা।
সকল হরতালকে ও অবরোধকে উপেক্ষা করে যাত্রা পথের উদ্দেশ্যে রওনা দিয়েছে খুলনা টু বেনাপোল ট্রেনের যাত্রীরা।খুলনা টু বেনাপোলের ট্রেনে কথা হয় একজন যাত্রী জয়ন্ত মন্ডলের সঙ্গে।
তিনি বর্তমানে খুলনা পিএমজিতে অফিস সহকারী পদে কর্মরত আছেন।তার সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান যে বর্তমানে জনগণ হরতাল ও অবরোধ উপেক্ষা করে করে তারা কর্মস্থানে যায়।
জনগণের গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য সরকার যে সর্বোচ্চ মানের প্রশাসনিক বেষ্টনীর মাধ্যমে ট্রেন এবং অন্যান্য পরিবহন চলাচলের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে তাতে জনগণ হরতালকে কোন প্রকার কর্ণপাত করছে না।
জনগণ বলছে যে আমরা সর্বোচ্চভাবে সুরক্ষিত তবে আমরা কেন আমাদের গন্তব্যস্থানে যেতে ব্যাহত হব।আমরা সাধারণ জনগণ কখনোই হরতাল ও অবরোধকে কামনা করিনা।
আমরা সাধারণ জনগণ চাই এ সকল হরতাল অবরোধ বন্ধ করে একটি সুষ্ঠু নির্বাচনে সকল দলের অংশগ্রহণমূলক ভাবে নির্বাচনে অংশগ্রহণ করা।
তাই প্রধান বিরোধী দলের উচিত এ সকল হরতাল অবরোধ না ডেকে নির্বাচনে অংশগ্রহণ করে উন্নয়নের ধারাকে ধরে রাখা। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সকল দলের এগিয়ে আসা।আর এ সকল হরতাল অবরোধ ডেকে জনগণের জানমালের ক্ষতি করে দেশের কখনো উন্নতি সাধন হয় না।