আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন। শনিবার (২ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। এ ঘটনায় ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ১০টা ৩৭ মিনিটে এ ভূমিকম্প হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকেম্পর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩২ কিলোমিটার গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দক্ষিণ ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সুনামি এবং ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। অন্যদিকে ফিলিপাইনি সংস্থা জানিয়েছে, এটির তীব্রতা ছিলে ৬ দশমিক ৯।
ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি সিসমোলজির কর্মকর্তা তেরেসিতো বাকোলকোল এপিকে জানান, তারা দক্ষিণ সুরিগাও দেল সুর এবং দাভাও ওরিয়েন্টাল প্রদেশের উপকূলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু অঞ্চলে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
তিনি জানান, ভূমিকম্পের ফলে উপকূলীয় অঞ্চলে এক মিটার (তিন দশমিক ২ ফুট) সুনামির আশঙ্কা রয়েছে।
n/v