দুইজন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। আলাদা আলাদা দুটি প্রজ্ঞাপনে ইসির এক সহকারী সচিব ও একজন নির্বাচন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপন জারি করেছে ইসি।
প্রজ্ঞাপনে ইসি জানায়, নাটোর জেলার লালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রবিক এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব ও সাবেক ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা রাজিয়া সুলতানাকে তার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। এই দুজনকেই তাদের নিজ আবেদনে পরিপ্রেক্ষিতে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানায় ইসি।