মনির মোল্যা,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো সরকারের অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান ২০২৩-২৪।
আজ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের ভূইয়াপাড়ায় কৃষকের আঙ্গিনায় ধান সংগ্রহ এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) শেখ জোবায়ের আহমেদ।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, খাদ্য ও কৃষি বিভাগের ব্যবস্থাপনায় প্রথম দিনে সদর এলএসডিতে তিন মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এর মধ্যদিয়ে জেলায় কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ অভিযান শুরু হলো। গোপালগঞ্জ সদর এলএসডিতে ৩০ টাকা কেজিতে ১০৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সুপ্রকাশ চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক বিধান রায়, চন্দ্রদিঘলীয়া ইউপি চেয়ারম্যান মোঃ হাদিউজ্জামান মোল্লা জাবেদ,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রউফ, সদর ওসিএলএসডি প্রবির কির্ত্তনীয়া কারগিরি খাদ্য পরর্দিশক ববেী বশ্বিাস, প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ বলেন, কৃষকরা যাতে সহজে ধান প্রস্তুত করতে পারে ও নির্বিঘে্ন ধান বিক্রয় করতে পারে সে বিষয়ে সহযোগিতা করার জন্য খাদ্য নিয়ন্ত্রক ও কৃষি অধিদপ্তরকে অনুরোধ করেন।
দৈনিক নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত