মশি উদ দৌলা রুবেল ছাগলনাইয়া(ফেনী)প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল।
ফেনী-৩ (দাগনভূঁইয়া-সোনাগাজী) আসনে পিতা-পুত্র, স্বামী-স্ত্রী সহ ১৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আ.লীগের মনোনয়নপত্র দাখিল করেছেন দাগনভূঁইয়ার বেকের বাজারের বাসিন্দা আবুল বাশার, তার ছেলে স্বতন্ত্র প্রার্থী ইসতিয়াক আহমেদ সৈকত, জাতীয় পার্টির মনোনীত সোনাগাজীর সুলাখালি গ্রামের বাসিন্দা লে.জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত দাগনভূঁইয়ার এয়ারপুর গ্রামের বাসিন্দা তবারক হোসেন,প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম (পিডিএফ) মনোনীত দাগনভূঁইয়ার সেকান্দপুর গ্রামের বাসিন্দা আজিম উদ্দিন আহমেদ, জাকের পার্টি মনোনীত দাগনভূইয়া হিরাপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত দাগনভূঁইয়ার বৈরাগীর হাটের বাসিন্দা নিজাম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত দাগনভূঁইয়ার উত্তর শ্রী ধরপুর গ্রামের বাসিন্দা মো.আবু নাসির, সাংস্কৃতিক মুক্তি জোট মনোনীত দাগনভূঁইয়ার লতিবপুর গ্রামের বাসিন্দা জোবায়ের ইবনে সুফিয়ান,সোনাগাজীর পূর্ব সোনাপুর গ্রামের বাসিন্দা স্বতন্ত্র প্রার্থী রহিম উল্লাহ, তার স্ত্রী পারভীন আক্তার,স্বতন্ত্র প্রার্থী সোনাগাজীর সেনেরখীল গ্রামের বাসিন্দা জেড এম কামরুল আনাম, স্বতন্ত্র প্রার্থী দাগনভূঁইয়ার দক্ষিণ করিমপুর গ্রামের বাসিন্দা আনোয়ারুল কবির (রিন্টু আনোয়ার) এবং দাগনভূঁইয়ার সিকান্দারপুর গ্রামের বাসিন্দা স্বতন্ত্র প্রার্থী আবদুল কাশেম আজাদ।