জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি: লামা উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি আঞ্চলিক পরিষদ সদস্য বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজল কান্তি দাশ বলেন, বর্তমান সরকার পাহাড়ে ব্যাপক উন্নয়ন করে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যান্ত বিশ্বস্ত, স্নেহভাজন বীর বাহাদুর বান্দরবানকে সকল সেক্টরে আধুনিকায়ন করেছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ লামা উপজেলা শাখা কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৩০ নভেম্বর বিকেলে লামা পৌর বাস টার্মিনাল চত্বরে যুবলীগ সভা মোঃ জাহেদ উদ্দিন এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী।
লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান-আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা জামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মোঃ জহিরুল ইসলাম, সভাপতি বাথোয়াইচিং মার্মা। অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন মিন্টু দাশ ও আনোয়ার হোসেন সোহেল।
সমাবেশে বক্তারা বলেন, দেশ ও গনমানুষের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা হাসিনা সরকার কল্পনাতীত কর্মকান্ড সাধন করেছেন।
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠাসহ যোগাযোগ, শিক্ষা, চিকিৎসাসহ জনগোষ্ঠির ভাগ্যান্নোয়নে অনেক কাজ করেছেন। এসব উন্নয়ন অগ্রগতির ধারা বহাল রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ম বারের মতন বিপুল ভোটে বীর বাহাদুরকে নৌকা মার্কায় নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।