আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ ১১ ভালুকা আসন থেকে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ এম.এ. ওয়াহেদ। সোমবার রাতে পৌরসভার ওয়াহেদ টাওয়ারে তার ব্যক্তিগত কার্যালয় থেকে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।
ময়মনসিংহ ১১ শিল্পাঞ্চল ভালুকা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। পরে মনোনয়ন না পেয়ে নেতা কর্মীদের অনুরোধে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম মোস্তফা, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাজি রফিকুল ইসলাম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সাদাত সায়েম, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকারাম হোসাইন, হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানী, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ছানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ এম.এ. ওয়াহেদ বলেন, ‘দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনেই আমি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছি। দল থেকে আগেই নির্দেশনা আছে যে, চাইলে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়া যাবে। আমি ভালুকাবাসীর সেবা করতে চাই। আমি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন ধনু।