মোঃ রায়হান মাহামুদ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা – ৮ বরুড়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মুফতি শরিফুল ইসলাম সাইফী জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন।
সোমবার (২৭ নভেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু-এমং মারমা মং এর কার্যালয় থেকে এ মনোনয়নপত্র নেন। এ সময় বরুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসলাম উপস্থিত ছিলেন।
মুফতি শরিফুল ইসলাম সাইফী বাংলাদেশ নির্বাচন কমিশন এর নিবন্ধন নং ১৬, প্রতীক গোলাপ ফুল, জাকের পার্টি এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ক্রয় করেছেন।
মনোনয়নপত্র ক্রয়ের বিষয়ে জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শরিফুল ইসলাম সাইফী বলেন, কুমিল্লার বরুড়াকে আরও আধুনিক ও শিল্প নগরী হিসেবে সামিল করার প্রত্যয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি কুমিল্লা -৮ বরুড়া আসন থেকে জাকের পার্টির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, ভোটাররা যদি পাশে থাকেন, সর্মথন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সংসদীয় আসন বরুড়াকে শিল্প-সাহিত্যের অনন্য নগরী হিসেবে গড়ে তোলাড় জন্য কাজ করবো।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাকের পার্টি ওলামা ফ্রন্টর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাদের, জাকের পার্টি বরুড়া উপজেলা সভাপতি কামরুল ইসলাম শিবলী সরকার , সংযুক্ত আরব আমিরাত শাখা জাকের পার্টির সাধারণ সম্পাদক অরিফুল ইসলাম, বরুড়া পৌর জাকের পার্টির সভাপতি আবদুর রব কমিশনার, জাকের পার্টি যুব ফ্রন্ট বরুড়া উপজেলা সভাপতি শাজাহান তালুকদার প্রমুখ।
এবার কুমিল্লা -৮ আসনে মোট ২ লাখ ৯৬ হাজার ৬৪৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।