-নাঈম মাহমুদ সোহাগ
পাগল পাগল মায়ের পাগল
মা ছাড়া এই জীবন অচল।
ক জন বোঝে মায়ের কদর
আমি ভাই চাই মায়ের আদর।
আমি বোকা তবু্ও বুঝি
মা ই সেরা তাকেই খুঁজি।
আমার জান্নাত মায়ের পায়ে
মা আছে ভাই এই হৃদয়ে।
স্বার্থ ছাড়া ভালোবাসে
এক মাএ মা ই আছে,
আমিও অনেক ভালোবেসে
থাকবো শুধু তারই কাছে।
দৈনিক নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত