অনলাইন ডেস্ক: গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুর ও অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এবং দলটির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন।
আদালতের প্রসিকিউশন কার্যালয়ের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১৯ নভেম্বর দুইজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক মো. আব্দুল হাই প্রত্যেককে আট দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
সোমবার রিমান্ড আবেদনের ওপর শুনানির সময় দুদুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। স্বপনকে কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির দেখানো হয়।
এর আগে গত ৯ নভেম্বর পুলিশ কনস্টেবল হত্যা মামলায় স্বপনকে ছয় দিনের রিমান্ডে শেষে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে প্রধান বিচারপতি বাসভবনে হামলার মামলায় দুদুকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণীতে বলা হয়, গত ২৮ অক্টোবর বিকেল ৩টা ১০ মিনিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের উসকানি ও প্রত্যক্ষ নির্দেশনায় এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা পলাতক আসামিরা পল্টন থানাধীন পুলিশ ক্যান্টিনে ভাঙচুর করে। এছাড়াও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরে ইটপাটকেল মেরে জাদুঘরের গ্লাস ভেঙে ক্ষতিসাধন করে। মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
মামলার অভিযোগে আরও বলা হয়, জানমালের নিরাপত্তা ও সরকারি সম্পত্তির রক্ষার্থে তাদের নিবৃত করতে গেলে তিনদিক থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন পুলিশ আহত হন এবং এএসআই এরশাদুল হককে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে তার পিস্তল ও আট রাউন্ড গুলিভর্তি ম্যাগজিন ছিনিয়ে নিয়ে যায়।
ন/ভ