আইনি জটিলতা থেকে মুক্ত হতে পারছেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নাকি বুশরা বিবিকে সঠিক নিয়ম মেনে বিয়ে করেননি। বুশরার প্রাক্তন স্বামী খওয়ার মানেকা এ অভিযোগ তুলে আদালতের আশ্রয় নিয়েছেন।
ইমরান এবং নিজের প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন তিনি।
মানেকার বক্তব্য, পাকিস্তানের আইন মেনে বিয়ে করেননি ইমরান। এমনকি তার বিবিবাহিত জীবনকে পরিকল্পনামাফিক নষ্ট করার অভিযোগও তুলেছেন তিনি ইমরানের বিরুদ্ধে। আদালতের কাছে তাই দু’জনের জন্য উপযুক্ত শাস্তি দাবি করেছেন তিনি।
এরপর ইমরানের বিয়ের তিন সাক্ষীকে ডেকে পাঠিয়েছে আদালত। যদিও ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর বক্তব্য, রাজনৈতিক স্বার্থে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) বা পিএমএল(এন) এসব করাচ্ছে।
দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর ইমরান খান এখন কারাগারে রয়েছেন।