মুক্তাগাছা ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস -২৩ পালিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।
উপজেলা পরিষদ চত্বরের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু, রেজাউল করিম জিন্নাহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরব আলী,সহকারী কমিশনার ভূমি রোমানা রিয়াজ, মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ সহ বিভিন্ন দপ্তরের অফিসার,রাজনৈতিক ব্যক্তি,সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনী।
দৈনিক নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত