1. news.rifan@gmail.com : admin :
  2. smborhan.elite@gmail.com : Borhan Uddin : Borhan Uddin
  3. arroy2103777@gmail.com : Amrito Roy : Amrito Roy
  4. holysiamsrabon@gmail.com : Siam Srabon : Siam Srabon
  5. elmaali61@gmail.com : Elma Ali : Elma Ali
শনিবার, ২২ জুন ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা শীঘ্রই 09602111973 অথবা 01819-242905 নাম্বারে যোগাযোগ করুন।

হোমনায় সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন

  • সর্বশেষ পরিমার্জন: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১০৫ বার পঠিত

আইয়ুব আলী , হোমনা (কুমিল্লা): কুমিল্লার হোমনায় সাবেক মন্ত্রী, কেবিনেট সচিব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য হোমনা-তিাতাস,- মেঘনা আসনের সাবেক সংসদ সদস্য এমকে আনোয়ারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন হয়েছে। পরিবারবর্গের আয়োজনে বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজারের উদ্যোগে মঙ্গলবার হোমনার বাসভবনে সকাল ১০টায় কবরে শ্রদ্ধা নিবেদন শেষে বাবা এম কে আনোয়ার ও মা মাহমুদা আনোয়ারের আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল এবং হোমনা ও মেঘনা উপজেলার ৫০ টি মাদ্রাসায় ৫ হাজার টাকা করে নগদ অর্থ অনুদান দেন।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান, কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন, সাবেক বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান মো.মহাসিন , বিএনপি নেতা হারুন অর রশিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন । বিকাল তিনটায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে মরহুম এমকে আনোয়ারের কবরে পুস্পস্তবক শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার,হোমনা উপজেলা বিএনপির আহবায়ক মো.জহিরুল হক,যুগ্ন আহবায়ক এ্যাড আজিজুর রহমান মোল্লা ও আলমগীর সরকার, সদস্য সচিব মো. মহিউদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মুকুল,সদস্য সচিব শাহআলম সরকারসহ দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এম কে আনোয়ার ২০১৭ সালের ২৪ অক্টোবর ঢাকার এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরও খবর...