মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা রাস্তায় গাড়ির গতিরোধ করে চাঁদাবাজি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৩৬৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান।
চাঁদাবাজের নাম মনিরুজ্জামান (২৮) সে উপজেলার বাঁশাটি ইউনিয়নের লাংগুলিয়া গ্রামের মৃত আব্দুল হালিম মিয়ার ছেলে। ভ্রাম্যমাণ আদালতে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ইউএনও।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন বলেন, মাননীয় পুলিশ সুপার সারের নির্দেশে আমরা সর্বদাই তৎপর, চাঁদাবাজি, মাদক,জোয়া চুরি ছিনতাই সহ যে কোন অপরাধের আশংকা দেখলেই সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি।
এ প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জানান,রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদাবাজি করায় তাকে গ্রেফতার করা হয়েছে। দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৬ ধারা লংঘন করায় তাকে এক(১) বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান,পরবর্তীতে উপজেলার কোথাও চাঁদাবাজি সহ কোন ধরনের অপরাধের খবর পাওয়া গেলে আমরা সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহন করব।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ ও মুক্তাগাছা থানা পুলিশের একটি চৌকস টিম সহযোগিতা করেছেন বলেও জানান ইউএনও।
দৈনিক নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত